জমে উঠেছে সায়েন্স ফিকশন বই মেলা
প্রতিনিয়ত নানা জায়গায় ভিন্নধর্মী অনেক বইমেলা হয়। কিন্তু শুধু সায়েন্স ফিকশন বই নিয়ে মেলার আয়োজন করে থাকে বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটি (বিএসএফএস)। কল্পবিজ্ঞানের প্রায় সব বই নিয়ে পঞ্চমবারের মতো আয়োজিত এই বইমেলা গতকাল শনিবার শুরু হয়েছে শাহবাগের গণগ্রন্থাগার অধিদপ্তর প্রাঙ্গণে। কল্পবিজ্ঞানের বৈচিত্র্যপূর্ণ ও মজার মজার বইয়ের সমাহার ঘটেছে মেলায়। তাই প্রথম দিন থেকেই বিজ্ঞানপিপাসু পাঠকের আগমনে সরব হয়ে ওঠে মেলা। ‘এসো এসো, সায়েন্স ফিকশন বইমেলা ২০১৮-তে এসো; হারিয়ে যাও কল্পবিজ্ঞানের অজানা জগতে’ স্লোগান নিয়ে গতকাল দুপুরে বইমেলার উদ্বোধন করেন শিশুসাহিত্যিক আলী ইমাম। এর আগে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানের। এতে অতিথি ছিলেন কথাসাহিত্যিক ও কালের কণ্ঠ-এর নির্ব...